হিরো আলম হিন্দী সিনেমায় চুক্তিবদ্ধ হলেন

এবার হিন্দী সিনেমার পর্দা কাঁপাবেন জনপ্রিয় ডিশ ব্যবসায়ী হিরো আলম। সম্প্রতি মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি।জানা যায়, মহেশ ভাটের নতুন এই সিনেমার কিছু দৃশ্য চিত্রায়ন করা হবে বাংলাদেশে।

সেখানেই বাংলাদেশের একজন নারী পুলিশ অফিসারের চরিত্রের জন্যে মনোনীত হয়েছেন হিরো আলম।হিরো আলমের পর্শ্ব চরিত্রদের সবার নাম প্রকাশিত না হলেও কিসিং মেশিন খ্যাত ইমরান হাসমি থাকছেন ওই সিনেমার মূল ভূমিকায়। সম্ভবত ইমরান হাসমি একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন।

যিনি ইন্ডিয়ান পুলিশের ভয়ে পালিয়ে আসবেন বাংলাদেশে। বাংলাদেশী পুলিশ অফিসার হিরো আলমকে দায়িত্ব দেয়া হবে ইরমান হাসমিকে খুঁজে বের করার। সেখান থেকেই নারী পুলিশের চরিত্রে অভিনয় করা হিরো আলমের সাথে প্রেমের সম্পর্কে জড়াবেন চুমুর রাজা ইমরান হাসমি।তবে এই সিনেমায় ইমরান হাসমি ও হিরো আলম জুটির কোনো চুমুর দৃশ্য থাকবে কি'না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হিরো আলম নিউজ সত্য না,পোস্টটি সম্পন্ন বিনোদন এর জন্য কেউ সিরিয়াস নিবেন না

No comments

Powered by Blogger.
>