তামিম ৩ জনের নাম সরাসরি বললেন যারা তার ১৫৮ রানের রেকর্ড ভাঙ্গবে

তামিম ৩ জনের নাম সরাসরি বললেন যারা তার ১৫৮ রানের রেকর্ড ভাঙ্গবে চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়ে গেছে সিরিজের ১ম ও ২য় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২২ রানের বড় টার্গেট দিয়ে ১৫৯ রানের বড় জয় লাভ করে।
পরের ম্যাচেও বাংলাদেশ ৩২৩ রানের বড় টার্গেট দিলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৩১৭ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজের করে নিয়েছে।
তামিম ৩ জনের নাম সরাসরি বললেন যারা তার ১৫৮ রানের রেকর্ড ভাঙ্গবে
তামিম ৩ জনের নাম সরাসরি বললেন যারা তার ১৫৮ রানের রেকর্ড ভাঙ্গবে

জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের ‘ড্যাশিং ওপেনার’ তামিম ইকবাল।
এই ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ এতো দিন ছিল ক্রিস গেইলের। তিনি করে ছিলেন ১৫৪৯ রান। গতকাল তামিম সেই রেকর্ড ভেঙ্গে করে নতুন রেকর্ড। তামিম এখন ১৫৫৬ রান করে এখন রয়েছেন সবার উপড়ে।
তামিম- ১৫৫৬ রান।
ক্রিস গেইল- ১৫৪৯ রান।
সাকিব- ১৪০৪ রান।
টেন্ডুলকার- ১৩৭৭ রান।
গাঙ্গুলি- ১৩৬৭ রান।
কিন্তু তামিম মনে করেন না, তার রেকর্ডটিই দীর্ঘস্থায়ী হবে। খুব শীঘ্রই তার রেকর্ড ভাঙবে বলে মনে করেন তিনি। এজন্য তিন ব্যাটসম্যানকে বাছাইও করলেন তামিম। তার মতে, মুশফিকুর রহিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়তে পারেন।
তামিম ইকবাল বলেছেন, ‘আমি মনে করি না, রেকর্ডটি দীর্ঘস্থায়ী হবে। খুব শীঘ্রই হয়তো এটি ভেঙে যাবে। সম্ভবত আগামী বছর বা আগামী দুই-তিন বছরের মধ্যে।’
তিনি আরও বলেন, ‘মুশফিক এটি ভাঙার সামর্থ্য রাখে, এমনকি লিটনও। প্রায়ই বড় ইনিংস খেলেন শান্ত। সেও এই রেকর্ডটি করতে পারেন।

No comments

Powered by Blogger.
>