যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীই আক্রান্ত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীই আক্রান্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার রাতে তাকে পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীই আক্রান্ত
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীই আক্রান্ত

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্বাস্থ্যকর্মী সর্বশেষ ২১ এপ্রিল বিমানবন্দরে দায়িত্ব পালন করেছেন। পরে ২৯ এপ্রিল তার মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।
বর্তমানে ওই ব্যক্তি ও তার পরিবার কোয়ারেনটাইনে রয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন থেকে আসা বিমানের যাত্রীদের পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে আসা কোনো যাত্রীর মাধ্যমেই ওই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত হওয়ার লক্ষণ বুঝতে পেরেই করোনা পরীক্ষা করিয়ে অত্যন্ত যৌক্তিক কাজ করেছেন তিনি। অন্যথায় তার মাধ্যমে আরো ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার  শঙ্কা ছিল।
তবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যাপারে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন প্রশাসন বলছে, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.
>