মাস্কের দাম বাড়ায় নিজের অন্তর্বাস কে ব্যবহার করলো কুমিল্লার শ্রাবনী

করোনা ভাইরাস নিয়ে আলোড়ন এখন সারাবিশ্বে। পিছিয়ে নেই বাংলাদেশও। ইতিমধ্যেই ৩ জনের দেহে করোনার জীবানু ধরা পড়েছে। ছোটলোক বড়লোক আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় মোটা চিকন নির্বিশেষে সবাই সতর্কতা অবলম্বন করছে। আর এই সতর্কতা হচ্ছে  নাকে মুখে এমন এক পট্টি লাগিয়ে চলাফেরা করা যা বাইরের ধুলাবালি থেকে রক্ষা করতে পারে।

সম্প্রতি এই পট্টি বা মাস্ক এর দাম আকাশ ছোয়া হয়ে দাড়িয়েছে। কিছুদিন আগে যে মাস্ক বিক্রি হতো ১০-১৫ টাকায় সেই মাস্ক এখন ১০০ টাকার উর্ধে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। তাই কেউ বুকে পাথর রেখে অতিরিক্ত দামে মাস্ক কিনছে আবার কেউ অবলম্বন করতেছে বিপরীত পদ্ধতিতে। তারই ধারাবাহিকতায় কেউ কেউ টিস্যুর ব্যাবহার করতেছে কেউবা পুরাতন লুঙ্গির কাপড়, আবার কেউ টিনের বাটি। কিন্তু কুমিল্লার শ্রাবনী বেছে নিলো ভিন্ন পন্থা ! তিনি তুলে নিলো নিজের পুরাতন অন্তবার্স।
মাস্কের দাম বাড়ায় নিজের অন্তর্বাস কে ব্যবহার করলো কুমিল্লার শ্রাবনী

আগামীকাল বিকালে (সোমবার) ক্যাওড়া তলার পার্কে তাকে অন্তবার্স পরা অবস্থায় দেখতে পাওয়া যায়।  তার বান্ধবীর তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে হৈ চৈ ফেলে দিয়েছে।

এই বিষয় তার কাছে জানতে চাইলে তিনি আমাদের কিছুই জানাতে রাজি হয় নি।
-মোক্সা রিপোর্ট 

No comments

Powered by Blogger.
>