করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ

করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালিতে মৃতের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে খুব দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। করোনা আতঙ্কে সেখানে দর্শকশূন্য মাঠে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ
করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ

এভাবে বা এমন পরিস্থিতিতে ফুটবল চলতে পারে না। সর্বোপরি কোনো খেলাই অনুষ্ঠিত হতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে সিরিআসহ সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে।

এর আগে সতর্কতাস্বরূপ সিরিআ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ঘরোয়া লিগটি ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ দরজায় অনুষ্ঠিত হবে। কিন্তু জনসমাগম এড়াতে এর চেয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলো ইতালি। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন দেশটিতে জনসমাগম একেবারেই নিষিদ্ধ।

মূলত ইতালির অলিম্পিক কমিটি সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধের সুপারিশ করে। এর আগে সোমবার সভায় বসে ক্রীড়া ফেডারেশনগুলো। সেখানেই প্রথম এ সিদ্ধান্ত উত্থাপিত হয়। পরে পরিস্থিতি বোঝাতে বিবৃতি দিয়ে অলিম্পিক কমিটি বলে, ইতিহাসে এমন পরিস্থিতির নজির আর নেই।

ইরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে করোনা ঝুঁকিতে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ হাজার মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫০। সর্বোপরি করোনা আতঙ্কে সেখানকার চার ভাগের এক ভাগ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।

No comments

Powered by Blogger.
>