কোয়ারেন্টাইনেই কোহলি-আনুশকার রোমান্স

কোয়ারেন্টাইনেই কোহলি-আনুশকার রোমান্স গোটা ভারত লকডাউন। বাদ পড়েননি দেশের বিশিষ্ট ব্যাক্তিরাও। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। 

তারা নিজেদের কোয়ারেন্টাইনে রাখার সঙ্গে সঙ্গে দেশবাসীর উদ্দেশেও বার বার আবেদন জানিয়েছেন নিয়ম মেনে চলার।বিরাট কোহলি ভিডিও বার্তার মাধ্যমে আরও একবার এই কঠিন সময়ে সরকারের বলে দেওয়া নিয়ম মেনে চলার আর্জি জানিয়েছেন। 

দেশের স্বার্থে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা সময় স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কাটাচ্ছেন। বলিউড অভিনেত্রী আনুশকা ইনস্টাগ্রামে তাদের হালকা মুডের ছবি পোস্ট করলেন।


সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ভারত অধিনায়কের চুল কাটছেন। সেখানে বিরাট কোহলি বলছেন, ‘দেখুন আমাদের কোয়ারেন্টিন মুহূর্ত। যেখানে আমাকে নতুন হেয়ারকাট দিচ্ছে অনুশকা। কাঁচিটা লক্ষ্য করুন। রান্নাঘরের কাঁচি দিয়েই আমার নতুন হেয়ারকাট চলছে।’
পেছনে দাঁড়িয়ে হাসছিলেন অনুশকা। তিনি বলেন, ‘তুমিই এটা করার জন্য অনুমতি দিয়েছ। রান্না ঘরের কাঁচি দিয়ে তোমার চুল কাটা।এরপর বিরাট কোহলি বলেন, ‘সুন্দর হেয়ারকাট আমার স্ত্রীর। নতুন লুকের সামনে ঢেউ খেলানো অংশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে।

No comments

Powered by Blogger.
>