জন্মদিনের ট্রিট চেয়ে গণপিটুনির শিকার হলো খুলনার রনি
আজ (৯ মার্চ) অফিশিয়ালি ১৮ বছরে পা রাখলো সাতক্ষীরার মাহফুজ! জন্মদিন উপলক্ষ্যে সবার সাথে সাথে রনি(১৯) তাকে উইস করে এবং ট্রিট চেয়ে বসে।
![]() |
জন্মদিনের ট্রিট চেয়ে গণপিটুনির শিকার হলো খুলনার রনি |
বলে নেওয়া ভালো মাহফুজ এবং রনির ভিতর ছোট বেলা থেকে বন্ধুত্ব! রনি খুলনার বাসিন্দা! তাদের বাসার পাশেই মাহফুজ এর নানু বাড়ি!
ঢপ রিপোর্ট থেকে জানা যায় মাহফুজ খুলনায় অবস্থান করছিলো সেই জন্য রনি তার কাছে ট্রিট চেয়ে বসে। কিন্তু তাকে না করে দেয় কারণ তার কাছে পরিমাণ মতো অর্থ ছিলো না। কিন্তু রনি তার কথাকে গুরুত্ব না দিয়ে জোর করে তাকে রেস্টুরেন্ট এ নিয়ে যায়। দুইজনেই একে অপরের ভরসায় অনেক কিছু অডার করে এবং রেস্টুরেন্ট এ থাকা সবাই কে নিয়ে রণি মাহফুজের জন্মদিন পালন করে! একপর্যায়ে সবাই যখন DJ গান এ মেতে উঠছিলো সেই সময় মাহফুজের একটা কল আসে এবং রনি কে বাই বলে ওখান থেকে বিদয় নেয়।
কিছু সময় পর রনি যখন তার খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছিলো তখন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে বিল পরিশোধ করতে বলে কিন্তু রনির কাছে যথেষ্ট টাকা না থাকায় তার ফোন এবং ঘড়ি রেখে যেতে বলে! এই নিয়ে তর্কতর্কি বেধে যায়। একপর্যায়ে গনপিটুনির শিকার হয়ে বসেন। অবেশেষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তার ফোন ঘড়ি এবং শর্ট প্যান্ট নিয়ে তাকে বের করে দেয় সেখান থেকে !
এই ঘটনা সম্পর্কে মাহফুজের কাছে জানতে চাইলে সে বলে, ও আমাকে জোর করে নিয়ে গিয়েছিলো। আমি ভাবছি বিল ও দিবে এবং আমি চলে আসার সময় ও বিল এর কথা কিছু বলিনি। রেস্টুরেন্ট এর গণপিটুনি সম্পর্কে আমি কিছু জানিনা। হসপিটাল এ যাওয়ার পর জানতে পারলাম।। -মোক্সা রিপোর্ট
No comments