পথচারীদের প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে নতুন অপরাধী চক্র

পথচারীদের প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে নতুন অপরাধী চক্র এবার নতুন এক ছিনতাইকারী চক্রের খবর পাওয়া গিয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে। এদের কাছে ছিনতাই করার প্রধান আকর্ষণ পুরুষের প্যান্ট। মোবাইল, হাতঘড়ি কিংবা মানিব্যাগ না নিয়ে এরা ছেলেদের প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে।এরকম ঘটনার একজন ভিক্টিমের সাথে আমরা কথা বলেছি। নাম প্রকাশে অনিচ্ছুক ২১ বছর বয়সী ওই ভিক্টিমের নাম সৌরভ। তার কাছে জানা যায় ঘটনার এক লোমহর্ষক বিবরণ।
পথচারীদের প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে নতুন অপরাধী চক্র
পথচারীদের প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে নতুন অপরাধী চক্র

গতোকাল রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় শুভ ওই অপরাধীদের কবলে পরে। তাদের দেখে ভয় পেয়ে উল্টোদিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। ধরা পরে যায় সে।সেই অপরিচিত অপরাধীরা শুভর শরীর থেকে প্যান্ট খুলে নেয় এবং তাকে ওভাবেই রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহায়তায় সে বাড়ি ফিরে যায়।

আমাদের ধারনা সৌরভের পাছা ব্যথায় ভুগছে। কথা বলার সময় বারবার সে নিজের পাছায় হাত বুলাচ্ছিলো। তবে সৌরভ এরকম কোনো ব্যথার কথা স্বীকার করেনি।

সৌরভ মতো আরো হাজারো তরুন এই নতুন অপরাধীচক্রের কবলে পরে নিজের সর্বস্ব হারাচ্ছে। তাই বাবা-মায়েরা তাদের উঠতি বয়সের তরুন সন্তানদের সন্ধ্যার পর বাসা থেকে বের হতে দিচ্ছে না। অনেকেই আবার প্যান্টের বদলে লু্ঙ্গী পরে বাইরে বের হওয়া শুরু করেছে।

No comments

Powered by Blogger.
>